স্পোর্টস ডেস্ক:
কুমিল্লা-বরিশালের ফাইনাল ম্যাচ দিয়ে সমাপ্তি হলো বিপিএলের দশম আসর। তামিম ইকবালের হাতে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আক্ষেপ ঘুচলো বরিশালবাসীর। বরিশালের শিরোপা নিশ্চিতের সাথে এই বিপিএলের সেরা পাঁচ রান সংগ্রাহক ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। তবে এবারও বিপিএলের রান সংগ্রহের দিক থেকে এগিয়ে বাংলাদেশের ক্রিকেটাররাই।
আসরের সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকার সবাই বাংলাদেশি। চ্যাম্পিয়ন বরিশাল দলের দলপতি তামিম ইকবাল হয়েছেন এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। চলতি আসরের সেরা রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি বিপিএলের এক মৌসুমে নিজের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন তামিম। তালিকার সেরা পাঁচে আছেন তার সতীর্থ মুশফিকুর রহিমও।
এক নজরে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক
তামিম ইকবাল
ম্যাচ : ১৪
রান : ৪৯২
ব্যাটিং গড় : ৩৪.৮৪
স্ট্রাইক রেট : ১২৫.৪৮
সর্বোচ্চ : ৭১
তাওহিদ হৃদয়
ম্যাচ : ১৩
রান : ৪৬২
ব্যাটিং গড় : ৪০.৬৩
স্ট্রাইক রেট : ১৪৯.৪৯
সর্বোচ্চ : ১০৮*
তানজিদ হাসান তামিম
ম্যাচ : ১২
রান : ৩৮৪
ব্যাটিং গড় : ৩২
স্ট্রাইক রেট : ১৩৫.৬৮
সর্বোচ্চ : ১১৬
মুশফিকুর রহিম
ম্যাচ : ১৪
রান : ৩৮০
ব্যাটিং গড় : ৬৮*
স্ট্রাইক রেট : ১২৩.৫৬
লিটন কুমার দাস
ম্যাচ : ১৩
রান : ৩৭৫
ব্যাটিং গড় : ২৮.৮৪
স্ট্রাইক রেট : ১৩০.৬৬
সর্বোচ্চ : ৮৫
সর্বোচ্চ : ৬৮*