নিজস্ব প্রতিবেদক:
হঠাৎ করে ফেসবুকে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। গণহারে বন্ধ হয়ে যাচ্ছে ব্যক্তিগত আইডি। মঙ্গলবার রাত ৯ টা থেকে এই বিপর্যয় দেখা দেয়।
ফেসবুক ব্যবহারকারীরা জানান, হঠাৎ করে একটি মেসেজ এসে ফেসবুক আইডি বন্ধ হয়ে যাচ্ছে। মেসেজটিতে পুনরায় লগইন করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু পুনরায় লগইন করলেও আইডি খুলছে না। একই দশা মেসেঞ্জারেরও। একই সময় থেকে মেসেঞ্জারও বন্ধ হয়ে যাচ্ছে। কারও কারও মেসেঞ্জার খোলা থাকলেও কোন কিছুই সেন্ড করা যাচ্ছে না।

সাংবাদিক সংসদ, কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল বলেন, ‘কোন কারণ ছাড়াই আমার ফেসবুক বন্ধ গেছে। প্রথমে মনে করেছিলাম শুধু আমার আইডির সমস্যা। কিন্তু পরক্ষণে দেখতে পাই আরও বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডিও বন্ধ হয়ে গেছে। বিষয়টি কি আসলে বুঝতে পারছি না।’

কক্সবাজার নাগরিক আন্দোলনের সমন্বয়ক এইচ,এম নজরুল বলেন, ‘হঠাৎ করে আমার আইডি বন্ধ হয়ে যায়। অটোমেটিক রায়হান নামের এক পরিচিত জনের আইডি শো করছে। বিষয়টি বুঝতেছি না।’

ফেসবুকের এমন বিপর্যয় হ্যাকারদের অপতৎপরতা নাকি অন্য কিছু তা জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। তবে ফেসবুক কতৃর্পক্ষের বার্তার জন্য অপেক্ষা করছেন ব্যবহারকারীরা।