আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র শান্ত-হৃদয়দের হাতেকলমে শিখালো কীভাবে টি-টোয়েন্টি খেলতে হয়!

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মার্কিনিদের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ দল। টানা দুই হারে সিরিজের সঙ্গে সঙ্গে মানও হারিয়েছে শান্তর দল। এর আগে মঙ্গলবার (২১) সিরিজের প্রথম ম্যাচেও টাইগারদের হারিয়ে ছিলো যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৩ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৪ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৮ রান করে বাংলাদেশ। ২৫ মে শনিবার হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পাওয়ার চ্যালেঞ্জ টাইগারদের সামনে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে, গোল্ডেন ডাক মারেন টাইগার কোচের প্রিয় শিষ্য সৌম্য সরকার (০)। লিটনের পরিবর্তে সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিমকে নিয়ে ছোট্ট জুটি (২২ বলে ২৯ রানের) গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

কিন্তু ব্যক্তিগত ১৯ রানে বোল্ড হন তামিম। তাওহীদ হৃদয়ের সঙ্গে ৪৮ রানের জুটিতে ম্যাচে ফেরার চেষ্টা করেন শান্ত। কিন্তু দুজনের অদ্ভুত ভুল বোঝাবুঝিতে রান আউট হন টাইগার দলপতি (৩৬)। এরপর হৃদয় (২৫), মাহমুদউল্লাহ রিয়াদ (৩) আর জকের আলী অনিক (৪), তানজিম হাসান সাকিব (০) দ্রুত বিদায় নিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। সাকিবের ৩০ রান পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাঙ্ক প্যাটেল। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ওপেনিং জুটিতে ৪৪ রান তোলেন এই দুই ব্যাটার।

নিজের প্রথম ও ইনিংসের সপ্তম ওভারে টেইলর (৩১) এবং আন্দ্রিস গাউসকে (০) আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন রিশাদ হোসেন। তবে তা রুখে দেন জোন্স। অধিনায়ক প্যাটেলকে নিয়ে ৫৬ বলে ৬০ রানের জুটি গড়েন তিনি।

জোন্স ৩৫ ও প্যাটেল ৪২ রানে আউট হন। মোস্তাফিজ, শরীফুল ও রিশাদ নেন ২টি করে উইকেট। বল হাতে নিষ্প্রভ ছিলেন অভিজ্ঞ সাকিব। ৪ ওভারে ৩৫ রানে উইকেট শূন্য থাকেন তিনি।