মোহাম্মদ রিদুয়ান হাফিজ:
মানবিক বাংলাদেশ সোসাইটির মাতামুহুরি সাংগঠনিক উপজেলার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মানবিকবন্ধু আদম তমিজি হকের নির্দেশক্রমে এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আদম তমিজি হকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ১২ ডিসেম্বর তারিখ উল্লেখ থাকলেও কমিটিটি প্রকাশ হয় ২০ ডিসেম্বর।
মানবিক বাংলাদেশ সোসাইটি মাতামুহুরি সাংগঠনিক উপজেলা কমিটিতে যারা স্থান পেয়েছে তারা হলেন,সভাপতি -আবদুল্লাহ আল মাসুদ,সহ-সভাপতি-আবদুল হাসান মোবারক,সহ-সভাপতি রবিউল হাসান,সাধারণ সম্পাদক -জিয়া উদ্দিন জিয়া,যুগ্ন-সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন-সম্পাদক হেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাইহান।
উক্ত কমিটি মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সাতটি ইউনিয়নে মানুষের জন্য কাজ করে যাবে।মানবতার কল্যাণে কাজ করার জন্য মানবিক বাংলাদেশ সোসাইটির যাত্রা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।