মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কক্সবাজারের ঐতিহ্যবাহী সমাজকল্যাণ মূলক স্বেচ্ছাসেবী সংগঠন রামু’র দক্ষিণ মিটাছড়ি নাগরিক ফোরাম এর উদ্যোগে হতদরিদ্র মানুষকে খাদ্য সহয়তা বিতরণ শনিবার ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রামু’র ইউএনও প্রণয় কুমার চাকমা, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন-কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দক্ষিণ মিটাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেসতা বেগম রিনা। কক্সবাজার জেলা প্রশাসন ও এমএসআই এর সহায়তায় ফোরামের সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিতব্য উক্ত খাদ্য সহয়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফোরামের সভাপতি এডভোকেট দীলিপ কুমার ধর।