পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ার অসহায় দুস্থ মানুষের মধ্যে সাড়া ফেলেছে মানবতার দেয়াল। চলতি মৌসুমে হাড় কাঁপানো শীতে মানবতার দেয়ালের প্রতি ঝোঁক বেড়েছে হতদরিদ্র মানুষদের।
সেই কথা চিন্তা করে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক পেকুয়া বাজারস্থ জেনারেল হাসপাতালের সামনে পাশে আর পাড়া মহল্লায় মানবতার দেয়ালের ইউছুফ-লুৎফা সংঘের উদ্যোগে স্বেচ্ছাসেবক সংগঠনটির উদ্বোধন করা হয়।
ইউছুফ-লৎফা সেবা সংঘের উদ্যোগে পেকুয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন বাহাদুরের প্রচেষ্টায় মানবতার দেয়ালে ঝুলছে অন্যের রেখে যাওয়া কাপড়। ঝুলিয়ে রাখা কারো অপ্রয়োজনীয় কাপড়ে স্বস্তি খুঁজে নিচ্ছেন সমাজের নিম্নবিত্তের মানুষেরা।
এদিকে দুস্থ অসহায়দের জন্য এ সপ্তাহে পেকুয়ার এই প্রথম চালু করা হয়েছে মানবতার দেয়াল । এতে সাঁটানো ব্যানারে লেখা রয়েছে- ‘আপনার অপ্রয়োজনীয় কাপড় এখানে রাখুন এবং আপনার প্রয়োজনীয় কাপড় এখান থেকে নিয়ে যান’।
শবিবার (১ জানুয়ারি) পেকুয়া বাজরের পূর্ব পাশে গুরা মিয়া জামে মসজিদের প্রবেশ পথে দেয়ালে ঝুলছে মানবতার দেয়াল ব্যনার। ইউছুফ-লৎফা সেবা সংঘের উদ্যোগে পেকুয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন বাহাদুর স্বেচ্ছাসেবী সংগঠন এসব মানবতার দেয়াল তৈরি করেছে।
বিবেকবান ও দানশীল মানুষকে আকৃষ্ট করছে এসব মানবতার দেয়াল। অনেকেই স্বেচ্ছায় দেয়ালে তাদের ব্যবহৃত আবার কেউবা অব্যবহৃত কাপড় ঝুলিয়ে রাখছেন। হতদরিদ্র শীতার্তদের চোখে দেয়াল থেকে নেওয়া কাপড়ই যেন ছড়াচ্ছে মানবতার উষ্ণতা।
পেকুয়া মানবতার দেয়াল থেকে নিজের প্রয়োজন অনুযায়ী কাপড় নিতে পেরে আনন্দিত অসহায় মানুষের।
তারা বলেন, গরিব মানুষের জন্য মানবতার দেয়াল খুব ভালো উদ্যোগ। এখান থেকে একটা প্যান্ট আর একটা সোয়েটার নিয়েছি।
মানবতার দেয়ালের পৃষ্টপোষক কফিল উদ্দিন বাহাদুর জানান, রাজনৈতির পাশাপাশি সমাজের বিত্তবানদের দেওয়া শীতবস্ত্র অনেক শীতার্ত মানুষই পান না। আবার অনেকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শীতবস্ত্র নিতে অস্বস্তি বোধ করেন। কিন্তু মানবতার দেয়াল থেকে কাপড় নিতে কারো কোনো সমস্যা নেই। এমনকি যারা সহায়তার কাপড় ঝুলিয়ে রাখছেন, তারাও স্বস্তি বোধ করেন।
তিনি আরো বলেন, আমার দীর্ঘদিনের আশা ছিল গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাড়ানো তাদেরকে আমার সাধ্যমতো কিছু না কিছু সহযোগীতা কারার অনেক দিনের আশা আল্লাহ পুরন করেছেন। এই মানবতার দেয়াল ইউছুফ-লৎফা সেবা সংঘের আমার এই মানবতার দেয়াল স্বেচ্ছাসেবক সংগঠনের আমার পেকুয়া উপজেলার রাজনৈতিক নেতা কর্মী ও ছাত্ররা এগিয়ে এসেছে। আমি তাদেরকে আমার স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
এসময় পেকুয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল ও ব্যবসায়ী নেতা মোঃ শফি, ছাত্রলীগ নেতা কামাল হোছেন, সালাউদ্দিন রানা, রিয়াদ ও আরফাতসহ সেচ্ছাসেবক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।