আবু সায়েমঃ
মিরসরাই থানা কর্তৃক সাঁড়াশি অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি,চুরি ও ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত দলের চিহ্নিত ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত ডাকাতদের নিকট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার সহ ছিনতাই কাজে ব্যবহারিত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,
গ্রেফতারকৃতরা হচ্ছে সীতাকুণ্ড উপজেলার মধ্যম সলিমপুর গ্রামের সেকানদার মিয়ার ছেলে মিজানুর রহমান প্রকাশ সাদ্দাম (২৪), মিরসরাই উপজেলার পূর্ব হাইতকান্দি এলাকার রবিউল হোসেন এর ছেলে আরাফাত হোসেন রনি (২৩),চট্টগ্রামে ফি-ফোর্ট এলাকার মো: ওসমান এর ছেলে তুষার(২২), সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর এলাকার ফরিদুল আলমের ছেলে মোঃ শহিদ(২৩), চট্টগ্রাম কালুশাহ এলাকায় মৃত বজলুল হকের ছেলে মোঃ বক্কর(২৬), বাক্ষ্মণবাড়িয়ার কসবা এলাকার জসিম উদ্দিনের ছেলে মোঃ মহসিন (২৩), ভাটিয়ারী হাতেম পাড়া এলাকার মোঃ রফিক এর ছেলে রবিউল হোসেন (২৪),
কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় মোঃ ইউসুফ ছেলে রাকিব হোসেন (২০) ও লক্ষীপুরের চন্দগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক ছেলে মাসুদুর রহমান (২৩) সহ ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার রাজিব চন্দ্র পোদ্দার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাঁড়াশি অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী বেশে ছিনতাই এবং মহাসড়কে রড মেরে গাড়ি ডাকাতি করতো। বিষয়টি আমাদের নজরে আসলে মিরসরাই থানার ওসি মুজিবুর রহমানের নির্দেশে আন্তঃজেলা ডাকাতদলের ৯ জন সদস্য কে গ্রেফতার করতে সক্ষম হয়।
তদন্ত কর্মকর্তা রাজিব তালুকদার আরোও জানান,মিরসরাই (সার্কেলের) এএসপি লাবিব আব্দুল্লাহর দিক নির্দেশনা ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে নিজামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত আন্তঃজেলা ডাকাতদলের ৯ সদস্যকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বিভিন্ন মামলা রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।