ছবি : নতুন বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মোঃ আশরাফ উদ্দিন (৫৯৪১)-কে চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে.এম আল আমীন স্বাক্ষরিত ১৮ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে মোঃ আশরাফ উদ্দিন-কে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার পদে পদায়ন করা হয়।
অপরদিকে, চট্টগ্রামের বর্তমান বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি (৫৭২৭) কে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব এ.বি.এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত ৩৩ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ পাওয়া মোঃ আশরাফ উদ্দিন সিলেট জেলায় জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম ইঞ্জিনিয়ার মোঃ বশির উদ্দিন, মাতার নাম ফাতেমা বেগম। মো: আশরাফ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
মোঃ আশরাফ উদ্দিন ত্রয়োদশ বিসিএস (প্রশাসন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালে সরকারি চাকরীতে যোগদান করেন। মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক হিসেবে বগুড়া ও যশোর জেলায় দায়িত্ব পালন করেছেন। তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সরকারী আবাসন পরিদপ্তরের পরিচালক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (জিআইইউ) হিসেবে দায়িত্ব পালন করেন।
মো: আশরাফ উদ্দিন ২০২১ সালের ২৫ মে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। পরিবেশ অধিদপ্তরে যোগদানের পূর্বে তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
মেধাবী কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে মালয়েশিয়া, সুশাসন বিষয়ে National Centre for Good Governance ভারত, ড্রেজিং ম্যানেজমেন্ট বিষয়ে নেদারল্যান্ডস, স্থানীয় সরকার বিষয়ে পোল্যান্ড ও অস্ট্রিয়া এবং Sri Lanka Institute of Development Administration থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।