মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চট্টগ্রামের বর্তমান বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি (৫৭২৭) কে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব এ.বি.এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত ৩৩ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে তাঁকে পদোন্নতি দিয়ে এ নিয়োগ দেওয়া হয়।

২০২১ সালের ১৮ মে মো: কামরুল হাসান এনডিসি-কে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তার আগে তিনি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার পদে দায়িত্ব পালন করেন।

সরকারের সচিব হিসাবে পদোন্নতি পাওয়া চট্টগ্রামের বর্তমান বিভাগীয় মো. কামরুল হাসান জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে ১১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকে তিনি বিভিন্ন পদে বিভিন্ন উপজেলা, জেলা ও মন্ত্রণালয়ে কাজ করেছেন।

১৯৯৩ সালে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন এবং সেখান থেকে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মৌলভীবাজার সদর এবং সিলেটের বালাগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন।

মোঃ কামরুল হাসান এনডিসি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া, ভোলার লালমোহন ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কাজ করেছেন।

এছাড়া, মাগুরায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন মো: কামরুল হাসান এনডিসি। পরবর্তীতে তিনি ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালে মৌসুমি হজ্ব অফিসার হিসেবে সৌদি আরবের জেদ্দায় কর্মরত ছিলেন। তিনি জেলা প্রশাসক হিসেবে মৌলভীবাজার জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া, উপসচিব ও যুগ্মসচিব হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং যুগ্মসচিব হিসাবে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত ছিলেন কামরুল হাসান এনডিসি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।

এদিকে, চট্টগ্রামের বর্তমান বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি (৫৭২৭) কে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসাবে পদায়ন করায় চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন (৫৯৪১)-কে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে.এম আল আমীন স্বাক্ষরিত ১৮ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে মোঃ আশরাফ উদ্দিন-কে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার পদে পদায়ন করা হয়।

চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ পাওয়া সরকারের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মো: আশরাফ উদ্দিন ২০২১ সালের ২৫ মে থেকে অদ্যাবদি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে কর্মরত রয়েছেন।