চট্টগ্রাম প্রতিনিধি॥
সিএমপি বন্দর বিভাগ কর্ণফুলী জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মো. মাসুদ রানা একজন সাহসী, চৌকস ও বিচক্ষণ পুলিশ কর্মকর্তা।
২০২০ সালে অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ “এ” ক্যাটাগরিতে আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ পদকে নির্বাচত হলেন ।
গত শনিবার (২২ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রকাশিত তালিকা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, পুলিশ বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে, এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেয়া হয়।‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার।
আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের ভিত্তিতে পদকের জন্য যোগ্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নির্বাচিত করা হয়।
এসি মো. মাসুদ রানা জানান, যে কোন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পদক প্রাপ্তি খুব আনন্দের। আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ তেমনই একটি স্বাকৃতি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ- টিম কর্ণফুলীর প্রতি। এই অর্জন তাদের। যদিও এর মধ্যদিয়ে আরো বেশি দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। এই পদক প্রাপ্তি কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে আমাকে আরও বেশী অনুপ্রাণিত করবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।