আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের উখিয়ায় বালুখালী এলাকয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে এক ভূঁয়া র্যাবকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাজপাট এলাকার আকবর মন্সির ছেলে সিমন মুন্সি (৩০)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার ও সিঃ সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী আজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,রবিবার সন্ধ্যায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী বাজারের বিভিন্ন দোকানে একজন ব্যক্তি
র্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবী করছে মর্মে সংবাদ পায়। এমন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের লক্ষে র্যাব-১৫ এর একটি আভিযানিক টিম বর্ণিত এলাকায় পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে একজন ভূঁয়া র্যাবকে গ্রেফতকর করা হয়।
এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী করে একটি ভূঁয়া র্যাবের আইডি কার্ড,হ্যান্ডকাপ,চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের, একটি স্বর্ণের রিং ও নগদ ৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে ১ জন চাকরিচ্যুত সেনা সদস্য এবং দীর্ঘদিন যাবৎ র্যাব সদস্য পরিচয় বিভিন্ন এলাকা থেকে অর্থ ও সম্পত্তি আদায় করে আসছে।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।