সিবিএন:
কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের হামজার ডেইল এলাকা থেকে রাফি নামের ৪ বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৯ টার দিকে স্থানীয় একটি ময়লার স্তুপ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করোছেন।
নিহত শিশু হামজার ডেইল এলাকার রফিকুল ইসলামের পুত্র। তারা কক্সবাজার শহরের মাদ্রাসা পাড়া থেকে স্থানান্তর হয়ে হামজার ডেইলে আশ্রয় পেয়েছেন।
নিহত শিশুর পিতা রফিকুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে শিশুটি নিখোঁজ হয়। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে রাতে ময়লার স্তুপ থেকে লাশ উদ্ধার করপ হয়।
স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় বদিউল আলম প্রকাশ রোহিঙ্গা বৈদ্যর খামারের ময়লার স্তুপে লাশ পাওয়ায়। ধারনা করা হচ্ছে সেখানে বিদ্যুত বা অন্য দূর্ঘটনায় মারা গেছে শিশুটি।
অন্যদিকে পরিবার অভিযোগ করছে, শিশুটির ফুফির সাথে পালপাড়া এলাকার এরশাদ উল্লাহ নামে এক যুবকে প্রেমের সম্পর্ক ছিল। সেটা কিছুটা দুই পরিবারের মদ্যে বিরোধ চলছিল। বিরোধ নিস্পত্তির জন্য বিকালে চেয়ারম্যানের কার্যালয়ে বেঠক হওয়ার কথা ছিলো। এর মধ্যে শিশুটি নিখোঁজ হয়। তাই এরশাদ পরিকল্পিতভাবে শিশুটিক করেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।