মোঃ নিজাম উদ্দিন:
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে মুখোমুখি দুই মোটর সাইকেলের সংঘর্ষে মোঃ সেলিম উল্লাহ (৩৩) নামের যুবকের মৃত্যু হয়েছে। নিহত সেলিম স্থানীয় ৫নং ওয়ার্ডের পশ্চিম বামহাতিরছড়া এলাকার মোঃ আবুল হাসেমের বড় ছেলে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফাঁসিয়াখালীর পশ্চিম বামহাতিরছড়া জামে মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘিলাতলী এলাকার মৃত মোহাম্মদ হোছনের ছেলে ফরিদুল আলম তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে গ্রামের সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় সেলিম উল্লাহ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হওয়ার পথে উভয়ের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সেলিম উল্লাহ প্রকাশ জামাই সেলিম, ফরিদুল আলম ও মাঈনুদ্দিন আহত হয়। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম উল্লাহকে মৃত ঘোষণা করে। তিনি মালয়েশিয়ায় প্রবাস জীবনের পর বছর খানেক ধরে নিজ এলাকায় বসবাস করছিলেন বলে জানা যায়।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোছাইন চৌধুরী জানান, পশ্চিম বাম হাতিরছড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিম উল্লাহ নামের যুবক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে সেলিম মারা যায়। একইদিন বৃহস্পতিবার পবিত্র মগরিব নামাজের পর পশ্চিম বামহাতিরছড়া দারুল কোরআন মাদ্রাসার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।