মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদস্থ সরকারি শিশু পরিবার (বালক) এ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অদ্য ২৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪টার সময় প্রতিষ্ঠানের খেলার মাঠে অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলাটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর।
টুর্নামেন্টে প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে গঠিত কেতকী (আরাফাত ও তানিম জুটি),স্বপ্নসিঁড়ি (সাকিব ও পরিদেব জুটি),বর্ণালী (ফাহিম ও এমরান জুটি),বাঁধনহারা (ইমরান ও পাইসিউ জুটি),স্বর্ণালী (মাসুম ও ফাহিম জুটি),দোলনচাপাঁ (সৈকত ও চাইসামং জুটি),মাছরাঙ্গা (সবুজ ও করিম
জুটি),পলাশ (রোয়াল থাং ও উখ্যাইয়ং),মাধবী (উসামং ও বোরহান জুটি) ও প্রজাপতি (রাসেল ও নুখ্যাইমং জুটি) নামে ১০টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল
খেলায় স্বপ্নসিঁড়ি (সাকিব ও পরিদেব জুটি) দল বাঁধনহারা (ইমরান ও পাইসিউ জুটি) দলকে মোকাবেলা করে। উত্তেজনাপূর্ণ খেলাটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ
করে। জমজমাট ফাইনাল আসরে বাঁধনহারা (ইমরান ও পাইসিউ জুটি) দল স্বপ্নসিঁড়ি (সাকিব ও পরিদেব জুটি) দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে সেরা নৈপূন্য দেখিয়ে ‘প্লেয়ার অব দা টুর্নামেন্ট’ হয় বাঁধনহারা দলের ইমরান,‘ম্যান অব দা ফাইনাল’ হয় বাঁধনহারা দলের পাইসিউ মারমা। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করে চাইচামং মারমা। খেলা শেষে চ্যাম্পিয়ন দল বাঁধনহারা ও রানার্সআপ স্বপ্নসিঁড়ি দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি তত্ত্বাবধায়ক মোঃ মমিনুল হক, সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ,অফিস সহকারি মোঃ কামরুল হাসান,শিক্ষক মোঃ আরিফ হোসেন, সুবীর মিত্র,মো. বসু মিয়া, মো. মিনহাজ,অভিজিৎ দাশ,মো. শরীফ উদ্দিন ও নিপু দাস প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।