মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল করোনা আক্রান্ত হয়েছেন। কয়েকদিন আগে তাঁর শরীরে জ্বর, সর্দি সহ বিভিন্ন করোনা উপসর্গ দেখা দেয়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে র্যাপিড এন্টিজেন পদ্ধতিতে এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল তাঁর দেহের নমুনা টেস্ট করালে সেখানে তাঁর রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
সিনিয়র আইনজীবী এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এর সন্তান তাহমিদ হাসনাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
রামু’র জোয়ারিয়ানালার আলোকিতজন মরহুম জালাল আহমদ এর পুত্র এবং বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোতাহেরুল হক সিকদার এর জামাতা এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল বর্তমানে কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ার ছরাস্থ নিজ বাসভবনে আইসোলেসনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাচ্ছন।
সরকরের সচিব মোমিনুর রশিদ আমিন এর ছোট ভাই, শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এর সুস্থতার জন্য তাঁর সহধর্মিণী মেহবুবা শিরিন শিবলী মহান আল্লাহর অসীম রহমত ও সবার কাছে দোয়া কামনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।