শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়াতে কালভার্ট ভেঙে যাওয়াতে হাজারো মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সে কালভার্টটি লেমশীখালী ইউনিয়নের উত্তর লেমশীখালীর ২নং ওয়ার্ডের লুত্তার পাড়া গ্রামে সাবেক আকতার চেয়ারম্যানের বাড়ির পাশে অবস্থিত।

স্থানীয় লোকজন জানান, গত ৪ বছর থেকে এ
কালভার্টটি কর্তৃপক্ষের সংস্কারে কোনো উদ্যোগ না থাকায় কিছু গাড়ি চালকরা ওই ভাঙা অংশে কাঠের তক্তা দিয়ে চলাচলের উপযোগী করেন।
ঐ কাঠের তক্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দৈনন্দিন প্রয়োজনে এ পথে চলাচল করছে শত শত যানবাহন ও স্থানীয় জনগণ। এ কাঠের তক্তা সরিয়ে নতুন কালভার্ট নির্মাণের দাবী জানিয়েছেন তারা।

স্থানীয় দোকানদার রেজাউল হাসান জানায়, ভাঙা কালভার্টটি মেরামতের জন্য স্থানীয় ইউপি সদস্য কে জানানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য এফাজ উদ্দীন বলেন, এ কালভার্টটির বিষয়ে চেয়ারম্যানকে জানানো হয়েছে। কালভার্টটি মেরামত করার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

এ বিষয় উপজেলা প্রকৌশলী জামাল খাঁন জানান, কালভার্টটি সংস্কারের জন্য তালিকা পাঠানো হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু করা হবে বলে জানান তিনি।