মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু’র রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সাবেক পরিচালক মরহুম আলহাজ্ব মাওলানা আমান উল্লাহ সিকদার এর সহধর্মিণী, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মরহুম মাওলানা ফজলুর রহমান এর কন্যা মাহমুদা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী জোহরের নামাজের পর রামু’র রাজারকুলের হালদারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজায় মুসল্লীদের ঢল নামে। জানাজার পূর্বে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, মরহুমার ছোট ভাই কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ বক্তব্য রাখেন।

এমপি সাইমুম সরওয়ার কমল তাঁর বক্তৃতায় মরহুমাকে একজন মহিয়সী, গুনবতী রমনী হিসাবে উল্লেখ করে বলেন, রাজারকুল এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে মাহমুদা বেগমের অনেক অবদান ও ত্যাগ রয়েছে। নৈতিক ও দ্বীনি শিক্ষার মশালকে প্রজ্জ্বলিত রাখতে তিনি তাঁর স্বামী প্রখ্যাত আলেমেদ্বীন মরহুম আলহাজ্ব মাওলানা আমান উল্লাহ’র একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এমপি সাইমুম সরওয়ার কমল মরহুমা মাহমুদা খাতুনকে একজন আদর্শ ও দায়িত্বশীল মহিলা হিসাবে উল্লেখ করে তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জানাজার নামাজে মরহুমার সন্তান মাওলানা মুহাম্মদ শরাফত উল্লাহ ইমামতি করেন। জানাজার পর রাজারকুল সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে স্বামী মরহুম আলহাজ্ব মাওলানা আমান উল্লাহ সিকদার এর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

গুনবতী রমনী মাহমুদা বেগম বুধবার ২ ফেব্রুয়ারী রাত ৯ টা ৫০ মিনিটের দিকে রামু’র রাজারকুল সিকদার পাড়াস্থ নিজ বাসভবনে ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৮ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

মরহুমা মাহমুদা বেগম কক্সবাজার শহরের গোদারপাড়ার ঐতিহ্যবাহী ‘হাফেজ পরিবার’ এর সন্তান আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান ও মরহুমা ছফুরা বেগমের কন্যা। টেকনাফ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ, কক্সবাজার সরকারি কলেজের সাবেক প্রধান সহকারী মসউদুল হকের বোন। মাহমুদা বেগম ছিলেন, একাধারে আলেমের কন্যা, আলেমের সহধর্মিণী, আলেমের বোন, আলেমের মাতা এবং আলেমের শ্বাশুড়ি। দ্বীনদার ও পরহেজগার এ মহিলাকে এলাকায় আলেম তৈরীর একজন কারিগর হিসাবে জনসাধারণ জানতো।