আতিকুর রহমান মানিক
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অগ্নিকান্ডে দুইট বসত বাড়ী ভস্মীভূত হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারী) ভোররাতে ঈদগাঁও সদর ইইনিয়নের চান্দের ঘোনায় সংঘটিত এ অগ্নিকান্ডে আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, চান্দেরঘোনা কাটামোরা নামক স্থানে প্রবাসী সাদ্দাম ও আবুল হোসনের বাড়ীতে রাতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী এগিয়ে এসে অগ্নি নির্বাপনকাজে অংশ নেয়।
এরপর খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে অগ্নি নির্বাপক টীম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাবেক মেম্বার সেলিম জানান, গতকাল সন্ধ্যায় গরুর গোয়ালঘরে মশা নিধনের জন্য খড়ের আগুন ধরানো হয়। এ আগুনের রেশ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।