সিবিএন:
কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ আওলিয়াবাদ গ্রামের একটি বসতবাড়িতে প্লাস্টিকের ড্রামে লুকানো ২,৭৪,০০০ ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে অভিযানটি চালানো হয়।
এ সময় বাড়ির মালিক হাসান (৫৪) কে আটক করা হয়েছে। তিনি ওই এলাকার চাঁদ মিয়ার ছেলে।
সংবাদ নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম।
তিনি জানান, জনৈক হাসানের বসতবাড়িতে ইয়াবা মজুতের সংবাদে তল্লাশি চালানো হয়। হাসানের দেখানো মতে ঘরের ভিতরে মাটির নীচে বিশেষ কৌশলে প্লাস্টিকের ড্রামে লুকানো এয়ার টাইট পলি ব্যাগ এবং কচটিপে মুড়ানো ২৭ পেকেট প্রতি প্যাকেটে ১০,০০০ (দশ হাজার করে) ২,৭০,০০০ এবং একটি ভাঙ্গা প্যাকেটে ৪,০০০সহ মোট ২,৭৪,০০০ ইয়াবা উদ্ধার করে।
ইয়াবা পরিবহনে জড়িত সিএনজি অটোরিকশা (কক্সবাজার থ-১১-৯৮২৬) জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে জেলা গোয়েন্দা পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।