মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটর সাইকেল নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী রিয়ান সিকদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১০ টি ভোট কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের রিয়ান সিকদার পেয়েছেন মোট ৩ হাজার ৯৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী সিরাজুল মোস্তফা বাশি মিয়া পেয়েছেন ৩ হাজার ৩৪৯ ভোট।
মহেশখালী উপজেলা পরিষদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সাংবাদিক ইশরাত মুহাম্মদ শাহ জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার ৭ ফেব্রুয়ারী ষষ্ঠ ধাপে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৬ জন প্রার্থী। তারমধ্যে, আনারস প্রতীক নিয়ে আবদুস সামাদ পেয়েছেন ৩ হাজার ১৪৮ ভোট, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল করিম পেয়েছেন ১ হাজার ১৬৮ ভোট, চশমা প্রতীক নিয়ে জিহাদ বিন আলী পেয়েছেন ১ হাজার ৬৫ ভোট এবং অটোরিকশা প্রতীক নিয়ে সিরাজুল মোস্তফা সিকদার বাশি পেয়েছেন ৪৭ ভোট।
ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু বিকাশ পাল জানান, এ ইউনিয়নে ১০ টি ভোট কেন্দ্রে মোট ১৭ হাজার ৫ শত ৬৭ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ১৩ হাজার ৭৬ টি কাস্ট হয়েছে। কাস্টিং ভোটের মধ্যে ২৬৪ টি ভোট বাতিল করা হয়েছে। অবশিষ্ট ১২ হাজার ৮১২ ভোট পেয়েছেন ৬ জন চেয়ারম্যান প্রার্থী। ৬ জনের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল করিম ৪ নম্বর হয়েছেন।
নির্বাচনে ৭ জন ম্যাজিস্ট্রেট, ২ শতাধিক পুলিশ, ৩০ জন র্যাব সদস্য, ৩০ জন বিজিবি সদস্য, ১২ জন কোস্ট গার্ড সদস্য, ২ শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করেন বলে জানান, মহেশখালীর ওসি ) মোঃ আবদুল হাই (পিপিএম)।
নির্বাচন চলাকালে কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মো: আবু সুফিয়ান, মহেশখালীর ইউএনও সহ উর্ধতন কর্মকর্তারা ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু বিকাশ পাল জানান, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।ভোটাররা অবাধ ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।