মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ মমতাজুল হক এর চতূর্থ মৃত্যুবার্ষিকী আজ বুধবার ৯ ফেব্রুয়ারী। ২০১৮ সালের এদিনে বরন্য শিক্ষাবিদ, আলোকিত মানুষ গড়ার কারিগর মমতাজুল হক ইন্তেকাল করেন।
মমতাজুল হক কক্সবাজার সরকারী কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। অধ্যাপক মমতাজুল হক সরকারি চাকুরী শেষে কক্সবাজার সিটি কলেজ প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসাবে যোগ দেন।
অধ্যক্ষ মমতাজুল হক এর চতূর্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে মরহুমের কক্সবাজার শহরের বাহারছরাস্থ বাসভবনে করোনাকালীন সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি প্রতিপালন করে খতমে কোরআন, ঈদগাহ ভোমারিয়া ঘোনায় কবর জেয়ারত ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।