শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি :
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় এক জালে ১১৬টি লাল পোয়া ১৪ লাখ টাকায় বিক্রি করার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ ফ্রেব্রুয়ারি) সকালে উপজেলা উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীপাড়া গ্রামের দুই জেলে মো. মিজান ও মোস্তাক আহমদের ট্রলারে এ মাছ ধরা পড়ে বলে জানান স্থানীয়রা।
জেলে মোস্তাক ও মিজান জানান, গতকাল রাতে কুতু্বদিয়া চ্যানেলে তারা জাল বসান। পরে জাল তুলতে গিয়ে দেখেন জালে ধরা পড়েছে ১১৬টি লাল পোয়া মাছ। প্রতিটির মাছের ওজন ৮ থেকে ১৫ কেজি। যা বিক্রি করছেন ১৪ লাখ টাকায়।
কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন জানান, এসব মাছ গভীর সাগরে থাকে। এ পোয়া মাছগুলো সহজে পাওয়া যায় না। ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়ে বলে জানান তিনি।