প্রেস বিজ্ঞপ্তি:
চকরিয়ায় একই পরিবারের পাঁচ ভাইয়ের করুণ মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ (বিপিসি)। ১১ ফেব্রুয়ারি, শুক্রবার পরিষদের একটি প্রতিনিধি দল নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানাতে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাসিনাপাড়াস্থ নিজ বাড়িতে যান। পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষুর নেতৃত্বে উক্ত প্রতিনিধি দল বিকাল ৩টার দিকে সেখানে গিয়ে পৌঁছেন। প্রথমে তারা নিহতদের স্বজনদের সাথে দেখা করে দীর্ঘক্ষণ কথা বলেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় পরিষদের পক্ষ থেকে যৎসামান্য অর্থ সহায়তা নিহতদের সহধর্মীনীদের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে নিহতদের স্বজনদের সাথে সাক্ষাত শেষে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থলের পাশেই নিরাপদ সড়কের দাবীতে তারা কিছুক্ষণ ব্যানার হাতে অবস্থান নেন। এসময় পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, প্রতিনিয়ত সড়কে প্রাণহানির মতো করুণ ঘটনা ঘটেই চলেছে। এর পেছনে বিভিন্ন কারণও আছে। ৮ তারিখ এখানে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল তা অত্যন্ত হুদয় বিদারক ঘটনা। একই দিনে একই সাথে সহোদর পাঁচ ভাইয়ের অকাল মৃত্যুর ঘটনায় আমরা দেশবাসী সকলে গভীরভাবে ব্যাথিত হয়েছি। এই ঘটনা প্রত্যেক মানুষের বিবেকে নাড়া দিয়েছে। আমরা সড়কে এমন প্রাণহানির ঘটনা আর দেখতে চাইনা। আর কারো জীবনে যাতে এমন দিন না আসে এটাই আমাদের কাম্য। আজকে আমরা নিহতদের শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নিরাপদ সড়কের দাবীতে এখানে এসেছি দাড়িঁয়েছি।
উক্ত পরিদর্শন প্রতিনিধি দলে পরিষদের সাধারণ সম্পাদক শুভংকর বড়–য়া, যুগ্ন-সাধারণ সম্পাদক পটল বড়–য়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুনিত্য বড়–য়া, অর্থ সম্পাদক রাজু বড়–য়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক শিপন বড়–য়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আশীষ বড়–য়া, পরিষদের রামু শাখার সহ-সভাপতি পূর্ণধন বড়–য়া, লুংক্য রাখাইন, সাধারণ সম্পাদক তুষিত বড়–য়া, সাংগঠনিক সম্পাদক রাজু বড়–য়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক উপেল বড়–য়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শিক্ষক জেশন বড়–য়া, সমাজ কল্যাণ সম্পাদক রুবেল বড়–য়া, চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলুংহ্রী রাখাইন, সহ-সভাপতি ওয়াংচিং রাখাইন, সদর উপজেলা শাখার সভাপতি ভুলু বড়–য়া প্রমূখ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় উপজেলার মালুমঘাট বাজারের দেড়শ গজ উত্তরে নার্সারি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিংভং সগীরশাহ কাটা হাসিনাপাড়া এলাকার মৃত ডা. সুরেশ চন্দ্র সুশীলের ছেলে ডা. অনুপম সুশীল (৪৬) এবং তার তিন ভাই নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫) ও চম্পক সুশীল (৩০)। চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান স্মরণ সুশীল (৩২) নামের আরও এক ভাই।
এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন অপর দুই ভাই রক্তিম সুশীল, প্লাবন সুশীল এবং তাদেও বোন হীরা সুশীল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।