মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শনিবার ১২ ফেব্রুয়ারী কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬৯ জনের নমুনা টেস্ট করে ১১২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট ৩৫৭ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ‘পজেটিভ’ রিপোর্ট আসা ১১২ জনের মধ্যে ২ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী ১১০ জন সকলেই কক্সবাজারের নতুন রোগী।
এরমধ্যে, কক্সবাজার সদর উপজেলার রোগী ২৭ জন, রামু উপজেলার রোগী ২ জন, উখিয়া উপজেলার রোগী ১৪ জন, টেকনাফ উপজেলার ১৩ জন, চকরিয়া উপজেলার ২ জন, মহেশখালী উপজেলার রোগী ৩ জন এবং ৪৯ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত দেওয়া তথ্য মতে, শুরু থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত কক্সবাজার জেলায় ৩১৭ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছন। তারমধ্যে, ৩৬ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে। বাকী ২৮১ জন কক্সবাজারের স্থানীয় নাগরিক।
এদিকে, ১২ ফেব্রুয়ারি সারাদেশে করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩ জন রোগী।