আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ১৪শ` ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে । এসময় ১টি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।

আটক সৈয়দ আহমদ (৪২) টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা সুলতান আহমদের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে টেকনাফের হ্নীলা নয়াপাড়া ক্যাম্পে অভিযান চালানো হয়। র‍্যাবের অভিযানের টের পেয়ে পালানোর চেষ্টা করলে সৈয়দ আহমদকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল ও ১৪ শ’ ইয়াবা এবং ১টি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।