শাহেদুল ইসলাম মনির ,কুতুবদিয়া প্রতিনিধি :
কক্সবাজারে কুতুবদিয়ায় ১৪ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় আলী আকবর ডেইল ইউনিয়নে পুকুরে ডুবে হেফাজ উদ্দীন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই এলাকার আনছার উদ্দীনের পুত্র।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১৪ ফেব্রুয়ারী) ১২ টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শান্তি বাজার এলাকায় এ পানি ডুবের ঘটনা ঘটে । পরে, ছেলেটি কে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ১৩ ফেব্রুয়ারী কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক দিনে ২ শিশুর মৃত্যু হয়। উত্তর ধুরুং ইউনিয়নের ছাদের ঘোনা ও আকবর বলীর পাড়া এলাকায় পৃথক পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
অপরদিকে ৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যায় সুমাইয়া, ১১ ফেব্রুয়ারী (শুক্রবার) ইকবাল পানি ডুবির ঘটনায় মারা যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।