সংবাদ বিজ্ঞপ্তি ::
সম্প্রতি চকরিয়া উপজেলার ডুলহাজারা মালুমঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ ভাই নিহতের চাঞ্চল্যকর ঘটনাটি পুরো দেশকে নাড়া দিয়েছে। তাই পৌরসভার বাইরের এলাকা হওয়া স্বত্বেও সু-দুর মালুমঘাটে ছুটে গিয়ে ব্যক্তিগতভাবে অসহায় পরিবারটির পাশে মানবিক সহায়তা তুলে দিয়ে বিরল দৃষ্টান্ত দেখিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বাধিন পৌর পরিষদ।
এসময় ক্ষতিগ্রস্ত প্রয়াত ডাক্তার সুরেশ চন্দ্র শীলের পরিবারকে নগদ অর্থ সহায়তায় প্রদান করা হয়।
নিহতদের মা মানু বালা শীল ও তাদের স্ত্রী-সন্তানদের হাতে এসব অর্থ সহায়তা তুলে দেন মেয়র এবং কাউন্সিলরবৃন্দ।
এর আগে নিহত ৫ ভাইয়ের ঘরে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা দিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চকরিয়া মালুমঘাটে ছুটে যায় কক্সবাজার পৌর পরিষদ। সেখানে গিয়ে পরিবারটিকে শান্তনা দেন তারা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবের নেতৃত্বে মানবিক এই কাজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রাজ বিহারি দাশ, আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সালাউদ্দিন সেতু, সাহাব উদ্দিন সিকদার, ওমর ছিদ্দিক লালু, শাহেনা আকতার পাখি, ইয়াছমিন আকতার, জাহেদা আকতার ও নাছিমা আকতার বকুল।
তারা এ ঘটনায় জড়িত ঘাতক পিকাপ চালকসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।