আব্দুস সালাম,টেকনাফ(কক্সবজার):
কক্সবাজারের টেকনাফ সদরের লম্বরী মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার বিকালে উপজেলা মৎস্য বিভাগের নেতৃত্বে নৌ-পুলিশের সহযোগিতায় উপজেলা সদরের লম্বরী মৎস্য ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্বদেন মৎস্য বিভাগের টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) নান্নু মিয়া ।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
তিনি বলেন, নৌ-পুলিশের সহযোগিতায় সদরের বিভিন্ন মাছ ঘাটে কম্বিং অপারেশন পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধবংস করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল আলমসহ মৎস্য অধিদপ্তরের ও নৌ-পুলিশ সদস্যরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।