আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিমের পৃথক পৃথক অভিযানে গত ১ সপ্তাহে ৪২০ ঘনফুট বিবিধ অবৈধ কাঠ,২০০ ঘনফুট অবৈধ পাহাড়ি বালি ও পরিবহনে নিয়োজিত ডাম্পার ও মিনি পিক-আপ আটক করা হয়েছে ।
বনবিভাগ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত স্পেশাল টিম পৃথক পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে ৩০০ ঘনফুট জ্বালানি কাঠ, ১২০ ঘনফুট বিবিধ গোল কাঠ, এবং ২০০ ঘনফুট অবৈধ পাহাড়ি বালি জব্দ করে। এসময় পরিবহনে নিয়োজিত ৩ টি ডাম্পার,ও ৩ টি মিনি পিক-আপ আটক করা হয়।
স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে একদল বনকর্মীদের সহযোগিতায় চকরিয়া, বানিয়াছড়া,নলবিলা,জোয়ারিয়ানালা এবং রামুতে পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০০ ঘনফুট অবৈধ জ্বালানি এবং ১২০ ঘনফুট বিভিন্ন গোল কাঠ জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে ।যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।
কাঠ ও পাহাড়ি বালি পাচার রোধে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্পেশাল টিম গত ১ সপ্তাহ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩০০ ঘনফুট জ্বালানি কাঠ, ১২০ ঘনফুট গোল কাঠ এবং ২০০ ঘনফুট পাহাড়ি বালি উদ্বারপূর্বক পরিবহনকালে নিয়োজিত ডাম্পার ও মিনি পিকআপ গাড়ি আটক করে। সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।সরকারি সম্পদ রক্ষার্থে বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।