মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার টিএন্ডটি অফিসের সামনে পুকুর সহ পুরো ভাউন্ডারীতে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে।

বুধবার ১৬ ফ্রেব্রুয়ারী সকালে বাজারের জাগিরপাড়া সড়কে প্রবেশের একশ গজ পরে থাকা টিএন্ডটি অফিস বন্ধ হওয়ার পর পরই এআবর্জনার ভাগাড়ে পরিনত হয় বলে জানিয়েছেন এলাকাবাসীরা।

এতে এলাকার ব্যাবসায়ী সহ বাজার গামী লোকজন ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জানা গেছে। অন্যদিকে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানান তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ।

সরেজমিনে দেখা যায়, ঈদগাঁও বাজারের ডিসি সডকের হাই স্কুল গেইট সংলগ্ন জাগির পাড়া সড়কে ঈদগাঁও টিএন্ডটি অফিস । দীর্ঘ দিন ধরে কার্যক্রম বন্ধ হয়ে গেছে এ টিএন্ডটি অফিসের । অযত্ন অবহেলায় টিএন্ডটির গেইট, রাস্তা, বাউন্ডারী ওয়াল ও টিএন্ডটি পুকুর ,অফিসসহ সব কিছুই ময়লা আবর্জনায় ভরে গেছে । বৃহত্তর ঈদগাঁও বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, হাসপাতালসহ সব কিছুরই ময়লা আবর্জনা ও বর্জ্য এই টিএন্ডটি পুকুর ও টিএন্ডটি অফিসের বাউন্ডারীর ভিতরে ফেলা হচ্ছে ।
এক সময়ের একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগর মাধ্যম এই টিএন্ডটি ল্যান্ডফোন। এ সড়কটি টিএন্ডটি সড়ক হিসেবে পরিচিত ছিল । এটি ঈদগাঁও বাজারের খুবই গুরুত্বপূর্ণ সড়ক । এ সড়ক দিয়ে বাজারগামী , স্থানীয় লোকজন ছাড়া ও ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা ও ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র যাতায়াতের সড়ক । প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজন ও শিক্ষার্থীরা চরম দুর্বিষহ হয়ে উঠেছে ।অন্যদিকে পরিবেশ দূষণ ও স্ব্যাস্থ্য ঝুঁকিতে রয়েছে এ সব এলাকার লোকজন ।

ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের কয়েক জন শিক্ষার্থীরা জানান, আমাদের খুবই সমস্যা হচ্ছে দুর্গন্ধযুক্ত সড়ক দিয়ে স্কুলে যাওয়া আসা করতে বিকল্প সড়ক থাকলে আমরা অনেকটা স্বস্তি পেতাম । ঈদগাঁও বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের সমস্ত ময়লা আবর্জনা এই টিএন্ডটি পুকুরে ফেলা হচ্ছে । আমাদের যাতায়াত ও ব্যবসা বাণিজ্য করতে সমস্যা হচ্ছে এবং এলাকার পরিবেশ দূষণ হচ্ছে ।

এ বিষয়ে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকুর সাথে কথা হলে জানান, এত বড় বাজারের ময়লা আবর্জনা ফেলার কোন জায়গা নেই এটা নিয়ে আমরা ও সমস্যায় আছি তবে আমরা বাজারের ময়লা ঐ পেলা হয় না ওখানের কিছু ব্যাবসায়ীরা রাতের আঁধারে এময়লা গুলো পেলে পরিবেশ দূষণ করছে। সচেতন মহল পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ টিএন্ডটি অফিস বন্ধ হওয়ার পর থেকে একটি চক্র দখল করার উদ্দেশ্যে ময়লা নির্দিষ্ট গর্তে না ফেলে রাস্তার পাশে ঐ পুকুরের আশপাশে ফেলে পরিবেশ দূষণ করছেন। কিন্তু জনসচেতনতা সৃষ্টি কিংবা পরিবেশ দূষণ রোধে কারো কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছেনা।এতে এলাকায় ময়লা আবর্জনার পাহাড়ে পরিনত হয়েছে। এসব রাস্তায় নির্লজ্জ ভাবে অনেকেই মলমূত্র ত্যাগ করে পরিবেশকে আরো বেশি দূষণ করে ফেলেছে। অনেক সময় এসব রাস্তা দিয়ে শিক্ষার্থীরা ও পথচারীরা বিব্রতকর অবস্থায় পড়ে দেখে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান তিনি।