মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে কক্সবাজার পৌরসভা।
সোমবার ২১ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটের পর কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এর নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম তরিকুল ইসলাম, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহনা আক্তার পাখি, কাউন্সিলর এম.এ মনজুর, সাংবাদিক আহসান সুমন সহ কক্সবাজার পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।