মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
সোমবার ২১ শে ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ এর নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, এপিপি এডভোকেট ফখরুল ইসলাম চৌধুরী গুন্দু, এপিপি এডভোকেট মাহবুবুর রহমান, স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট এরশাদ উল্লাহ সিকদার, এডভোকেট বাপপী শর্মা, এডভোকেট এবিএম মহিউদ্দিন, এডভোকেট আরিফুল মোস্তফা, এডভোকেট ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।