শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতা- কর্মীরা।

সোমবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ভূমি খোন্দকার মাহমুদুল হাসানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচছাফা বিকম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, বড়ঘোপ ইউপি’র আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কুতুবদিয়া সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোতাহেরা বেগম, কুতুবদিয়া মহিলা কলেজ’র প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জামশেদুল ইসলাম সিকদার, সমাজ সেবা কর্মকর্তা আমজাদ হোসেন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু উদয় সংকর পাল, জিগারুন্নাহার, আবুল হাসনাতসহ বিভাগে দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।