পেকুয়া সংবাদদাতা:
কক্সবাজারের পেকুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে রাত ১২-০১ মিনিটে অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পেকুয়া অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

২১ শে ফেব্রুয়ারী ১২-০১ মিনিটে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠের শহীদ বেদীতে পুষ্পস্তবক করা হয় সাধারণ সম্পাদক এফ এম সুমন ও যুগ্ম সম্পাদক জালাল উদ্দিনের নেতৃত্বে পেকুয়া অনলাইন প্রেস ক্লাবের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি – গিয়াসউদ্দিন, রেজাউল করিম রাজু, আজিজুল হক, আমিনুল ইসলাম বাহার, রেজাউল করিম, আবু ছাদেক ও তৌহিদুল ইসলাম প্রমুখ।