মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
৮৫ টি বিভিন্ন নামের বাংলাদেশী পাসপোর্ট, ৯ টি সীলমোহর, ২ টি স্টাম্প প্যাড এবং ৩ টি বানিজ্যিক ব্যাংকের চেক সহ ঈদগাহ উপজেলার পোকখালী ইউনিয়নের ইছাখালীর আবদুল জলিল (৩৫)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। রোববার ২০ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটের দিকে ঈদগাহ উপজেলার বাঁশঘাটা রোডের মোক্তার মার্কেট প্লাজার দ্বিতীয় তলায় ‘সাউথ ওভারসীজ’ নামক প্রতিষ্ঠানের র্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল উদ্ধার করে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ধৃত আবদুল জলিল পোকখালীর পূর্ব ইছাখালী গ্রামের আবদুল জব্বার এর পুত্র। অভিযান চলাকালে ইসলামাবাদের বোয়ালখালীর মৃত তাজুল মুল্লুক এর পুত্র নজির হোসেন ভূট্টো (৪৫) কৌশলে পালিয়ে যায়। ধৃত আবদুল জলিল ও পলাতক নজির হোসেন ভূট্টো পরস্পর যোগসাজশ করে এনআইডি তৈরী, পাসপোর্ট, সীলমোহর ইত্যাদি নিয়ে মানুষের সাথে প্রতারণা করতো।
ধৃত আসামি আবদুল জলিলকে ঈদগাহ থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।