সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় ৮ ফেব্রুয়ারী ভোরে পিকআপ চাপায় নিহত ৬ ভাই ও আহত বোনের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। এর মধ্যে নিহত ৬ ভাইয়ের পরিবার,গুরুতর আহত বোন ও মাকে প্রাথমিকভাবে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ সহায়তা দিয়েছে।

২৩ ফেব্রুয়ারী বুধবার দুপুরে স্বর্গীয় ডা. সুরেশ সুশীলের বাড়িতে পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত। এর আগে গত ১০ ফেব্রুয়ারী নিহত পরিবারকে নগদ অর্থ সহায়তা করে সংগঠনটি।

এসময় নেতৃবৃন্দ বলেন,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ন্যায় যারা নগদ অর্থ সহায়তা নিয়ে এ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে,তা সাধুবাদযোগ্য। এই অর্থ নিহত ও আহত ব্যক্তির পরিবারগুলোকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে।

এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার পরিমল চৌধূরী,চট্রগ্রাম মহানগরের কাউন্সিলার শৈবাল দাশ সুমন,কেন্দ্রীয় মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্রাচার্য্য,কক্সবাজার জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,যুগ্ম সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত,জেলা মহিলা ঐক্য পরিষদের আহব্বায়ক দিপ্তী শর্মা,চকরিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন বরণ দাশ,সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ,চকরিয়া পৌর ঐক্য পরিষদের সভাপতি নারায়ন কান্তি দাশ,সাধারণ সম্পাদক সুনিপ দাশ সৌরভ,সাংগঠনিক সম্পাদক উদয়ন শর্মা,জেলা সদস্য ছোটন কান্তি নাথ,জ্যেতি মল্লিক বাবু,উপদেষ্টা ডা.সুনিল কান্তি সুশিল প্রমুখ।