শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে আশরাফুল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি ঘটে। আশরাফুল ওই গ্রামের শামসুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শিশু আশরাফুল বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে বাড়ির লোকজন দেখে তাকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।