মোস্তফা কামাল, চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি সিংহের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পার্কের বেষ্টনীর ভেতর আবদ্ধবস্থায় সিংহটি মারা যায়। ২২ বছর বয়সী পুরুষ সিংহটি বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে মারা যায় বলে জানিয়েছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলমাম।
সাফারি পার্ক সূত্রে জানা যায়, গত ২০০৪ সালে ঢাকা চিড়িয়াখানা থেকে ৪ বছর বয়সী সিংহ সোহেলকে সাফারী পার্কে আনা হয়। সেই রেকর্ড অনুযায়ী সিংহটির বয়স এখন প্রায় ২২ বছর হয়েছে। প্রাকৃতিক ভাবে স্বাভাবিক অবস্থায় একটি সিংহ ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত বেঁচে থাকেন। মারা যাওয়া সিংহ সোহেল ছাড়াও বর্তমানে পার্কে দুটি পুরুষ সিংহ ও দুটি স্ত্রী সিংহসহ আরো ৪টি সিংহ রয়েছে। এসব সিংহ মারা যাওয়া সিংহ সোহেলের বংশধর বলে জানা যায়।
সাফারী পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ৩ বছর আগে (২০১৯ সালের ফেব্রুয়ারি) থেকে সিংহটি অসুস্থ হয়। শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর তৎকালীন বিভাগীয় বন কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সিংহটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও উপযুক্ত চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের চারজন অধ্যাপক ২০১৯ সালের ২১ ফ্রেব্রুয়ারী এবং ২০২০ সালের ৮ আগস্টে সরেজমিন সাফারী পার্কে এসে সিংহটির চিকিৎসা করেন। ওই সময় পর্যবেক্ষক টিমের মতামতে সিংহটি তার স্বাভাবিক আয়ুকালের শেষ পর্যায়ে অবস্থান এবং বার্ধক্যজনিত সমস্যা দেখা দিয়েছে বলে চিকিৎসক টীম জানিয়েছিলেন। বয়স বৃদ্ধির কারণে সিংহটির দাঁত ক্ষয়সহ শরীরে বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়। এতে সিংহটি চলাফেরাসহ নানান সমস্যায় ভুগছিল। সর্বশেষ বুধবার বিকেলে পার্কের বেষ্টনীতে আবদ্ববস্থায় সিংহটির মৃত্যু হয়। একইদিন সিংহটির ময়নাতদন্ত শেষে পার্কের বনের ভেতর পুঁতে ফেলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সাফারি পার্কে সিংহের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলমাম জানান, বার্ধক্যজনিত কারণে পার্কের একটি পুরুষ সিংহের মৃত্যুর বিষয়ে চকরিয়া থানায় তিনি বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী রুজু করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।