আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের সাবরাং সিকদার পাড়া বাজার এলাকায় র্যাপিড এ্যাকশন (র্যাব-১৫) এর সদস্যরা
অভিযান চালিয়ে শপিং ব্যাগের ভেতর থেকে ৫হাজার ৭৭০পিস ইয়াবাসহ আব্দুল কাদের প্রকাশ কাদের (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন,সাবরাং ইউনিয়নের একই এলাকার মৃত জহির আহম্মদের ছেলে আব্দুল কাদের প্রকাশ কাদের (৩৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া) অতিঃ পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া বাজার শাহপরীরদ্বীপগামী রাস্তার উপর অভিযান চালানো হয়।র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগটি তল্লাশি করে ৫হাজার ৭৭০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবসহ আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,২০২০ সালের ২৫ অক্টোবর র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে টেকনাফ হোয়াইক্যং ঊনছিপ্রাং ব্রিজের দক্ষিণ পাশে ইয়াবা ও নগদ টাকাসহ পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে সাবরাং সিকদার পাড়ার মৃত জহির আহমদের ছেলে নবী হোছনকে (৩৬) আটক করে। পরে সাক্ষীদের উপস্থিতিতে হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৪৫ হাজার ৮শ’ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ১৬ লাখ ১৩ হাজার ৬শ’ টাকা পাওয়া যায়।