প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ মহানগরী ও জেলায় শান্তিপূর্ণভাবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সমাপ্ত হয়েছে।
শহরের পতেঙ্গা এবং কালুরঘাট সমুদ্র সৈকত এলাকায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।
বিকেলে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন দেয়া হয়।
এর আগে, দেবীকে বিদায় জানাতে হিন্দু ভক্তরা রংবেরংয়ের পোশাক পরে জেএম সেন হল সহ বিভিন্ন পূজা মন্ডপে এবং চট্টেশ্বরী মন্দিরে উপস্থিত হয় দেবী দুর্গার কাছে আশীর্বাদ কামনা করে।
তারা ‘শুভ বিজয়া’ বলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে।
এ বছর, মহানগরীতে ২৭০ টির মতো পূজা মন্ডপ তৈরি করা হয়েছিল। এছাড়া, জেলার ১৫ টি উপজেলায় ১৯৬৪টি মন্ডপ তৈরী করা হয়েছিল।