বার্তা পরিবেশক:
এবছরে বইমেলায় প্রকাশিত প্রদীপ আচার্যের প্রথম গল্পগ্রন্থ ‘হরতনের বিবি ইস্কাপনের গোলাম’ এখন পাওয়া যাচ্ছে কক্সবাজারে। রবিবার সান্ধ্য আড্ডায় এক আয়োজনের মধ্য দিয়ে ইস্টিশনে বইটির বিক্রয় ও প্রচারণা শুরু হয়।
এসময় লেখক বই ও গল্প লেখা শুরু সম্পর্কে তার অভিব্যক্তি তুলে ধরেন। জীবন ও সমাজের নানান অসংগতি ও অনাচারের মূলে আঘাত হানার প্রত্যয় বইটির গল্পগুলোতে লক্ষ্য করা যায়। জীবন যেখানে বারবার হেরে যায় স্বার্থ নামক দানবের কাছে, যেখানে সে পরাজিত হয় সামন্ততান্ত্রিক সমাজের ভয়াল থাবার কাছে। লেখক ঠিক সেই স্বার্থ ও সমাজের মুখোমুখি পাঠককে এনে দাঁড় করিয়ে দেন।
আগামীতে কক্সবাজারের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে লিখার পরিকল্পনার কথা জানান প্রদীপ আচার্য।
গল্পগ্রন্থ ‘হরতনের বিবি ইস্কাপনের গোলাম’ থেকে ‘মগ্নতায় বিবর্ণতা’ গল্পটি উপস্থিত সবার সামনে পাঠ করেন কক্সবাজার সিটি কলেজের থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ ইমরান হোসেন।
সান্ধ্য আড্ডায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক ও রিপোর্ট ইউনিটি কক্সবাজার এর সভাপতি এইচ এম নজরুল ইসলাম, সাংবাদিক সংসদ কক্সবাজার এর সভাপতি আজিজ রাসেল, টিটিএন এর সিনিয়র প্রতিবেদক আজিম নিহাদ, ইস্টিশনের ইস্টিশন মাস্টার অনুরণন সিফাত।
উল্লেখ বইটিতে রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ ও বৈচিত্র্যের মোট ১৩টি নির্বাচিত গল্প।