আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ৪হাজার ইয়াবাসহ এনায়েদ উল্লাহ (১৯) নামে
এক যুবককে আটক করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,সোমবার (২১মার্চ) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একজন মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজারস্থ টেকনাফ-কক্সবাজারগামী পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ওই উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে এনায়েদ শাহ প্রকাশ এনায়েদ উল্লাহ (১৯) (রোহিঙ্গা), পিতা- আবুল বাশার, সাং-জাদিমুড়া, ক্যাম্প- ২৭, ব্লক-বি/৯, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটক যুবকের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।