এস.এম.জুবাইদ,পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় সরকারী বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়েছে। ২২ মার্চ সকাল ১১ টায় সদর ইউনিয়নের ছড়াপাড়া বাজারে অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ১০টাকা দামের ৫৩৩ বস্তা চাল একটি গোডাউনে পাওয়া যায়।

খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত ঘটনাস্থলে গিয়ে এই ঘটনায় জড়িত দিদার নামে একজনকে আটক করার পাশাপাশি চালগুলো জব্দ করেছেন। ঘটনায় জড়িত দিদার ও মানিক শিলখালী ইউনিয়নের হেদায়তাবাদ এলাকার কামাল হোসনের পুত্র।

অসহায়ের চাল নিয়ে যারাই অসাধু কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত ঘটনার সত্যতা জানিয়ে বলেন এ ঘটনায় একজনকে আটক ও ৩৩৩ বস্তা ৩০ কেজি ওজনের ও ২০০ বস্তা ৫০ কেজি ওজনের চালের বস্তা রয়েছে এগুলো জব্দ করা হয়েছে এবং গোডাউন সিলগালা করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের লোকজন এসে জব্দকৃত চালগুলো যাচাই বাছাই করবেন।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধারকৃত সরকারি চালের ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।