শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক মেম্বারের বিরুদ্ধে টিসিবি মালামাল ক্রয়ের কার্ড দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ।
ভুক্তভোগীরা এ অভিযোগ তুলে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার প্রিয়তোষ পাল মুন্নার বিরুদ্ধে।
ভুক্তভোগীরা জানান, ঈদগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার প্রিয়তোষ পাল মুন্না টিসিবির কার্ড দেওয়ার কথা বলে দরিদ্র লোকজনের কাছ থেকে জনপ্রতি ১০০ থেকে ২০০ টাকা করে হাতিয়ে নিয়েছে ।
পাল পাড়া এলাকার রুপন পাল, জেসি পাল,সজল পালসহ অনেকে জানান, তাদের কে টিসিবির কার্ড দেয়ার কথা বলে আইডি কার্ড ও ১০০ টাকা করে নিয়েছে। অন্যদিকে পাল পাড়া এলাকার রতনের দোকানে টিসিবির কার্ডের জন্য টাকা নেয়ার বিষয়ে মুন্না মেম্বারের সাথে এলাকার লোকজনের বাক বিতণ্ডা হচ্ছে বলে জানান এলাকার লোকজন।
একই ওয়ার্ডের মন্ডল পাড়া এলাকার ইয়াছিন জানান, তাদের এলাকার সবার কাছ থেকে টিসিবির কার্ডের কথা বলে ১০০ থেকে ২০০ টাকা করে নিয়েছে।
এ ব্যাপারে অভিযোগ উঠা মেম্বারের সাথে কথা হলে বিষয়টি অস্বীকার করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের সাথে কথা হলে জানান অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।