নিজস্ব প্রতিবেদক :

মুজিববর্ষে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় পেকুয়ায় নতুন করে গৃহহীন ৪৩টি পরিবার পেয়েছে জমি ও ঘর। প্রতিটি ঘর ২লাখ ৪০হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। বুধবার দুপুরে নবনির্মিত এসব ঘর পরিদর্শনে আসেন উপ ভুমি সংস্কার কমিশনার (উপ-সচিব) কামরুল হাছান। এসময় তিনি উপজেলার টৈটং ইউনিয়নের বনকানন ও রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরী পাড়া এলাকায় নির্মিত এসব ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপসচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মিশন এদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা। সেজন্য প্রধানমন্ত্রী মুজিব বর্ষে গৃহহীন মানুষদের মাথা গোঁজাবার ঠাঁই নিশ্চিত করছেন৷ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এসব উপহার সঠিকভাবে বুঝে নেয়ার আহবান ও জানান উপকারভোগীদের।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা পূর্বিতা চাকমা, সহকারী কমিশনার ভূমি আসিফ আল জিনাত, টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।