প্রেস বিজ্ঞপ্তি:

ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্সের কমান্ডেন্ট, লে: জেনারেল মো: আকবর হোসেন, এসবিপি, এসইউপি (বার), এএফডব্লিউসি, পিএসসি, জি+, পিএইডি এর নেতৃত্বে ৭ জন সংসদ সদস্য, বিজ্ঞ বিচারক, নীতি নির্ধারক, আইন প্রণেতা, এফবিসিসিআই এর ডিরেক্টর, উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব সহ ৩৮ সদস্যের ক্যাপস্টোন কোর্সের টিমের সাথে ২৩ মার্চ  কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের আধুনিক, পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি। কউক চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে এবং কক্সবাজারকে একটি নিরাপদ, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে বাস্তবায়নে সর্বমহলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। উপস্থিত ব্যক্তিবর্গ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এর দুরদর্শী চিন্তা ভাবনা এবং কক্সবাজারকে পরিকল্পিতরূপে সাজিয়ে তোলার মহৎ উদ্যোগকে স্বাগত জানান। এছাড়া অতি অল্প সময়ের মধ্যে কউক এর কার্যক্রমে ভূষয়ী প্রশংসা করেন এবং সর্বাবস্থায় সার্বিক সহযোগিতা করার আশা ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ হতে ক্যাপস্টোন কোর্সের কমান্ডেন্ট লে: জেনারেল মো: আকবর হোসেন, এসবিপি, এসইউপি (বার), এএফডব্লিউসি, পিএসসি, জি+, পিএইডি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।