আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ইসলাবাদ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা,নগদ টাকা,মোবাইল ফোনসহ ২জনকে আটক করা হয়ছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (২৫মার্চ) ভোরে টেকনাফ মডেল থানার এসআই আব্দুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার ইসলামাবাদস্থ ১৬এপিবিএন পুলিশ কার্যালয়ের দক্ষিণ পাশে জনৈক ছৈয়দ হোছনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে দক্ষিণ লেঙ্গুরবিলের মোঃ ইলিয়াছের স্ত্রী আসমা খাতুন (৩০) এবং হামিদুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর (২৮) কে আটক করতে সক্ষম হয়। এসময় ধৃত আসামীদের বসত-ঘরে তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা,২টি মোবাইল ফোন ও নগদ ৮হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,ইয়াবাসহ আটক নারী-পুরুষকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।