আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনছিপ্রাং বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ফয়েজ উদ্দিন জিকু (৪০) নামে ১০ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে । রবিবার (২৭মার্চ) ভোররাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি জানান, রবিবার ভোররাতে টেকনাফ মডেল থানার অধীনস্থ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জায়েদ হাসানের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে সিআর মামলা নং-২৫১/১৪ এর ১০ মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পূর্ব মহেশখালীয়াপাড়া ৮নং ওয়ার্ডের মৃত রওশন আলীর ছেলে ফয়েজ উদ্দিন জিকু (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরো জানান,গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হবে।