শেফাইল উদ্দিন:
কক্সবাজার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোবাই বাড়ী এলাকার বিধবা ফাতেমা বেগম (৪৬ ) পিতা আব্দু সোবহান বাঁচতে চায়। ফিরে পেতে চায় স্বাভাবিক জীবন ।
যার একটি মেয়ে ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই । ভিটে মাটি ছাড়া ফাতেমা বেগম এক সময় একটি এক্সিডেন্টে বাম পায়ের হাড় ভেঙ্গে যায়, পরবর্তীতে তিনি সুচিকিৎসার না পাওয়ায় বাম পায়ে হাটুর উপরে ভেঙ্গে যাওয়া হাড়ের আশেপাশে মাংস পেশী পঁচন ধরে । যার ফলে প্রচন্ড ব্যথায় তাঁর দুর্বিষহ জীবন কাটছে। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসা করার পর ডাক্তার একটি অপারেশন করার প্রয়োজন মনে করেছেন।
এমন অবস্থায় তার অপারেশন ব্যয়ভার বহন করার সক্ষমতা তার নাই বললে চলে। অপারেশনের জন্য প্রায় প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকার খরচ হবে বলে জানান ডাক্তার।
এই অপারেশনের পর ফাতেমা ফিরে আসবে স্বাভাবিক জীবনে ।
তাই তিনি সমাজের বিত্তবানসহ সকলের নিকট আর্থিক সাহায্যের আবেদন করেছেন। এক বিধবা মা কে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে আমরা হাত বাড়িয়ে দিই।
সহায়তা পাঠানোর যাবে-
আলাদীনের চেরাগ
01862774434 বিকাশ/নগদ পার্সোনাল