নিজস্ব প্রতিবেদক
নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের কল্যাণে নিবেদিত ও দেশ প্রেমিক সামাজিক সংগঠন লাভ বাংলাদেশ কক্সবাজারের মিলন মেলা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সমুদ্র শহরের কলাতলীস্থ কক্সবাজার ক্লাবে মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন লাভ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা অধ্যক্ষ ড. সানাউল্লাহ।
কক্সবাজার জেলা শাখা সভাপতি শহিদুল করিম শহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লাভ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাংবাদিক নেতা মিজানুর রহমান চৌধুরী।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্ঠে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্বাধীনতার মহানায়কের নেতৃত্বে সোনার বাংলা পেয়েছি। আমরা স্বাধীন হয়েছি। কিন্তু মুক্তি মেলেনি।
জেলা শাখার সহ-সভাপতি ইমাম খাইরের সঞ্চালনায় অনুষ্ঠানে মিজানুর রহমান চৌধুরী বলেন, স্বাধীনতাবিরোধী ও রাষ্ট্রবিরোধী অবৈধ সম্পদ অর্জনকারী দুর্নীতিবাজ, মাফিয়াদের বিরুদ্ধে আমাদের এই লড়াই। লাভ বাংলাদেশের কার্যক্রম দেশব্যাপী চলছে।
তিনি বলেন, দল-মত নির্বিশেষে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, দেশের অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের কল্যাণে বাংলা প্রতিটি জেলা-উপজেলায় লাভ বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা সভাপতি শহিদুল করিম শহিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাভ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নৌবাহিনীর সাবেক কর্মকর্তা লে. সাইফুল ইসলাম পাইকার, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক আব্দুন নূর চৌধুরী, কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা ও একে মটরসের চেয়ারম্যান কফিল মাহমুদ, সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক ইমাম খাইর, সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন, লাভ বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক এনামুল হক, জেলা সিনিয়র সহ-সভাপতি জামাল হোসাইন, লাভ বাংলাদেশ উখিয়া উপজেলা কমিটির উপদেষ্টা ডেন্টিস মুছা বাবুল।
বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা সহ-সভাপতি মোঃ জহির উদ্দিন, শহর শাখার সভাপতি মিজানুর রহমান, মিজান উদ্দিন, টেকনাফ উপজেলা সভাপতি আজিম উল্লাহ মেম্বার, উখিয়া উপজেলা সভাপতি সংবাদকর্মী জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান, চকরিয়া উপজেলা সভাপতি সাংবাদিক এম নুরুদ্দোজা।
উপস্থিত ছিলেন, লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আলী পাখি, সাধারণ সম্পাদক আবেদিত নেওয়াজ মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক খাইরুল ওয়ারা, নির্বাহী সদস্য জসিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইউসুফ, আলিফ জাহান প্রমুখ।
অনুষ্ঠান শেষে গুণীজন, অতিথি ও সংগঠন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য সদস্যদের ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।